আড়পাড়া গ্রামে ঈমাম মৃত কালিম মোল্যা পাশ্ববর্তী গ্রাম চালিঘাট গ্রামের কেন্দ্রিয় মসজিদের ইমামতি করা কালীন সময়ে হঠাৎ একদিন মাঠের মধ্যস্থানে থাকে আযান হয়ে যাওয়ার পর পরিকল্পনা করেন নিজস্ব গ্রামে একটি মসজিদ স্তাপনের। গ্রাম বাসি সর্বসম্মতিক্রমে জমাদ্দারবাড়ির পাশে একটি ঘর তুলিয়া প্রথম থেকে নামাজ পড়তে থাকে মোঃ কালিম মোল্যাই তখন মসজিদটি প্রথম ঈমাম হিসাবে নিযুক্ত হন। পরবর্তীতে জনাব সৈয়দ নায়েব আলী তাহার নিজের বাড়ি পাকা করনের পূর্বৈ মসজিদটি পাকা করিয়া তখন নিজের বাড়িটি পাকা করেন। পরবর্তীতে মোঃ শাহাজাহান মোল্যা পুরাতন মসজিদটি ভাঙ্গয়া নতুন চারতলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তত করেন। তাহার অবর্তমানে বর্তমান সময়ে মোঃ আব্দুল হালিম জমাদ্দার মসজিদের সভাপতিত্বের দায়েত্ব পালন করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS