এই জোড় মন্দির দুটো ০৪নং নোয়াগ্রাম ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা ০৭নং ওয়ার্ডে নির্মিত। কবে কে নির্মান করেছেন এর সম্পুর্ণ ধারনা পাওয়া যায় না স্থানীয় অনেকর ধারনা এই মন্দির দুরো এক রাতে হঠাৎ নির্মিত হয়েছে। আবার অনেকের ধারা ব্রাহ্মণডাঙ্গা এক সময়ে ব্রাহ্মণরা বসবাস করত তাদের নামানুসারে এই গ্রামে নাম করণ হয় এবং এই মন্দির দুটো তাদের হাতেই নির্মিত হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস