Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

“ নোয়াগ্রাম ইউনিয়নের খাল ও নদী ”

 

খাল:

· ব্রাহ্মণডাঙ্গা খাল:

নোয়াগ্রাম ইউনিয়নে কোন নদী না থাকলেও ব্রাহ্মণডাঙ্গা খালটি নড়াইলে বেশ পরিচিত। এই খালটি আশেপাশে কয়েকটি গ্রামে ইরিগেশেনের জন্য বেশ উপকারী খাল। এই খালটিতে বর্ষা মৌসুমে এলাকাবাসী কয়েক লক্ষাধীক টাকা মাছ ধরে থাকে। নোয়াগ্রাম ইউনিয়নের মৎস্যজীবী লোক ব্রাহ্মণডাঙ্গা খালের দ্বারা জীবিকা নির্বাহ করে থাকে।

·  আড়পাড়া দৌদাড়িয়া খাল:

উক্ত খালটি নোয়াগ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের পশ্চিমপাশে অবস্থিত। এই খালটি নতুন খরনের জন্য আড়পাড়া, শামুকখোলা, নোয়াগ্রাম শুলটিয়া, গন্ডব, চালিঘাট রায়গ্রাম, কলাগাছী গ্রামসহ আশেপাশের কয়েকটি গ্রামের কৃষি চাষের পানির উৎস্য।

·  শুলটিয়া নোয়াগ্রাম খাল:  

শুলটিয়া নোয়াগ্রাম খাপলটি মানিকগঞ্জ বাজার হইতে নোয়াগ্রাম ইউনিয়নের ভিতরে প্রবেশ করেছে। এই খালটি দিয়া মধুমতি নদীর পানি বিল জটকিয়ায় প্রবেশ করে থাকে।

·  দেবী খাল:  

দেবী খালটি দেবী গ্রামের উপর দিয়া বয়ে গিয়েছে। যে খালটির দ্বারা দেবী গ্রামে বেশ কয়েকজন মৎসজীবী জিবিকা নির্বাহ করে থাকে।

নদী:

নোয়াগ্রাম ইউনিয়নে তেমন কোন নদী নেই।